
নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সব সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠন। এ সময় ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন-সমাবেশে সামাজিক উন্নয়ন সংগঠন এসএইচবিও, ড্রিম লাইট অব সেল্প সেন্টার, চৌমুহনী ব্লাড ফাউন্ডশেন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডশেন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি ব্লাড অর্গানাইজেশনের সদস্যরা এতে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন- এসএইচবিও’র পরিচালক ফাহিদা সুলতানা, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই. সুজনসহ অনেকে।
বক্তারা বলেন, পুরো দেশের মানুষ আজ ফুঁসে উঠেছে। কারণ, ঘুমে-নির্ঘুমে, ঘরে কিংবা বাইরে হিজাব-বোরখা পরেও নারীরা নিস্তার পাচ্ছেন না। পুরো দেশ ধর্ষকে ছেয়ে গেছে। ঘরে-বাইরে কোথাও নারী আজ নিরাপদ নয়। আপন-পর সবাই যেন ধর্ষক। নারীরা আজ আতঙ্কগ্রস্ত। দেশজুড়ে নারী-শিশু নির্যাতন বেড়েই চলেছে, যেখানে ২ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী কেউ নিরাপদ নন।
বক্তারা সারাদেশে ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।
একইসঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান তারা।