ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী

দেশবার্তা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৪৩, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচনের প্রস্তাব রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তা স্বৈরাচারীদের পুনর্বাসনের সুযোগ তৈরি করবে, যা গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

বুধবার (১২ মার্চ) বিকেল ৫টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাইয়ুম চৌধুরী বলেন, সরকারকে এ সব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীল, সতর্ক ও সংযত আচরণ করতে হবে। 

দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। 
এছাড়া, দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়াও কামনা করেন।

দক্ষিণ সুরমা উপজেলা জাসাস-এর আহ্বায়ক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা জাসাস-এর আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, জেলা জাসাস-এর সদস্য সচিব রায়হান এইচ খাঁন, পাবেল রহমান, রায়হানুল হক, রাসেল হোসেন, রাজু আহমেদ, আখতার হোসেন, জুয়েল আহমদ, মোহাম্মদ আব্বাস, দক্ষিণ সুরমা উপজেলা জাসাস-এর যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, মো. অলিউর রহমান নাহিদ, মো. নাজিম উদ্দিন, মহিম উদ্দিন আহমদ রাফি, শাহরিয়ার আহমদ ইমন, সদস্য সায়েফ আহমদ ও হাসান আহমেদ মান্না প্রমুখ।

জনপ্রিয়