
বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় বরিশাল কারা কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চকবাজার থানার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী (দক্ষিণ)-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সহকারী সেক্রেটারি, মো. দেলয়ার হোসেনি এবং আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়েতের নির্বাচনী প্রার্থী হাজী হাফেজ মো. এনায়েত উল্লাহ।
এতে সভাপতিত্ব করেন- আনিসুর রহমান, মজলিসে শুরা, ঢাকা মহানগরী (দক্ষিণ)।
ইফতার মাহফিলে বক্তারা ৫ আগস্ট দেশকে নতুন স্বাধীনতা দেওয়ার জন্য আত্মত্যাগী ছাত্র-জনতার প্রতি কৃকজ্ঞতা প্রকাশ করেন। দেশের বর্তমান পরিস্থির জন্য উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।