
মান্দায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মান্দায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর মঞ্জুর রহমান, মাহবুবুল আলম, শাহনেওয়াজ আহম্মেদ, স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর শাকিলা পারভীন, অফিস সহায়ক নজরুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী সোহেল রানা এবং নৈশপ্রহরী তাইজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। এনআইডি ধ্বংস হোক, তা আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয়। ইসিতে এখন দক্ষ জনবল তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে, ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেওয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। মূলত, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।