ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাউখালীতে পটকামাছ খেয়ে শিশুর মৃ*ত্যু, পরিবারের ৪ নারী হাসপাতালে

দেশবার্তা

আমাদের বার্তা, পিরোজপুর

প্রকাশিত: ১৯:২২, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

কাউখালীতে পটকামাছ খেয়ে শিশুর মৃ*ত্যু, পরিবারের ৪ নারী হাসপাতালে

পিরোজপুরের কাউখালীতে পটকামাছ খেয়ে ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত ফাতিমা চিরাপাড়া গ্রামের রিপন হোসেনের মেয়ে ও চিরাপাড়া জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এ ঘটনায় মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সীমা (১৮) ও সুমনা (১৩) এবং শিশুর  নানি আকলিমাকে (৫৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভূমিহীন চরে এ ঘটনা ঘটে।

চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সঙ্গে পটকামাছ রাতে খাবারের সঙ্গে পরিবারের সবাই খায়। পরে অসুস্থ বোধ করলে তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নাতি ফাতেমা আক্তার  মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়েকে অসুস্থ অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা মুমূর্ষু!

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে পটকামাছ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচ রোগী  হাসপাতালে আসে।

তাদের মধ্যে ৬ বছর বয়সী ফাতেমা আক্তার নামে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান  বলেন, পটকামাছ খেয়ে এক শিশুর মৃত্যু খবর বৃহস্পতিবার সকালে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

জনপ্রিয়