
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অফিসের ভাণ্ডারে রক্ষিত তিনটি ২৫ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মার্চ) দিনগত রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অফিসে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, রোজকার মতো বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ অফিসের লোকজন অফিসে গেলে সেখানে অফিসের জানালার গ্রিল কাটা দেখতে পান।
দুর্বৃত্তরা সেখানে থাকা বিদ্যুৎ দপ্তরে রক্ষিত তিনটি ২৫ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে যায়। ট্রান্সফরমার তিনটির আনুমানিক বাজার মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।