
রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঝালকাঠির কাঁঠালিয়ায় তিন ব্যবসায়ীকে এক হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইফতারি সামগ্রী, শসা, লেবু, সবজি, মাছ, মাংস, ভোজ্যতেলসহ নিত্য পণ্যের ওপর বাজার তদারকি অভিযানে পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তিনটি দোকানকে এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এ অভিযান পুরো রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে।
তিনি বলেন, পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী কার্যালয়ের কার্যালয়ের কর্মকর্তা ও আনসার ভিডিপি’র সদস্যরা উপস্থিত ছিলেন।