
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার কালিয়াকৈর উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ওবায়দুল, অজ্ঞাতপরিচয়ের এক নারী (৫৬) ও অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, অটোরিকশা চালকের পরিচয় ছাড়া আর কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।