ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাঙ্গুনিয়ায় ‘ভদ্র জিনের বাদশা’ আটক

দেশবার্তা

আমাদের বার্তা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৩:৩৪, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৩৮, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় ‘ভদ্র জিনের বাদশা’ আটক

রাঙ্গুনিয়ায় ‘ভদ্র জিনের বাদশা’ আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদা তুলতে গিয়ে কথিত জিনের বাদশাকে আটক করে পুলিশে দিয়েছেন জনতা। ‘ভদ্র জিনের বাদশা’ পরিচয় দেওয়া ওই প্রতারকের নাম ওমর ফারুক।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর তুপ্পার পাড়ে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, ‘ভদ্র জিনের বাদশা’ নামে এই ব্যক্তি বড়ুয়া থেকে মুসলিম হয়েছিলেন। অনেকদিন ধরেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবেন বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকাবাজি করে আসছিলেন। কয়েকদিন আগেও তিনি এক শিক্ষকের অবসরের টাকা, আত্মীয়-স্বজনকে দেওয়া ধারের টাকা ফেরত এনে দেবেন বলে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। 

সম্প্রতি, তিনি তার মেয়ের বিয়ে দেবেন বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদা নিচ্ছিলেন। শুক্রবার সোনারগাঁও এলাকায় চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয় স্বঘোষিত এই ‘ভদ্র জিনের বাদশা’।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়