ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যায় স্বামী আটক

দেশবার্তা

আমাদের বার্তা, নোয়াখালী

প্রকাশিত: ১৪:৪৪, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৩, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যায় স্বামী আটক

হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যায় স্বামী আটক

নোয়াখালীর হাতিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে র‌্যাব।  আটক মো. দিদার উদ্দিন (৩৫)  উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।  

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে দিদার উদ্দিনকে আটক করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০/১২ বছর আগে পারিবারিকভাবে তাসলিমা বেগমের (২৫) সঙ্গে দিদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করতে থাকেন। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নেন দিদার। 

৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে দিদার ফের তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিদারসহ পরিবারের আরো পাঁচ সদস্য ভিকটিমকে লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন অংশ জখম করেন এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করেন। একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন করেন দিদার। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বেগমগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়