ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দেশবার্তা

আমাদের বার্তা, হিলি (দিনাজপুর)

প্রকাশিত: ১৭:৫৫, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৫৬, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১৫ মার্চ) হোলি উৎসব উপলক্ষে ভারতের অংশের হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকায় বাংলাদেশ অংশের হিলি বন্দরেও আমদানি-রফতানি বন্ধ রয়েছে।  তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং বাংলাদেশ অংশে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

রোববার (১৬ মার্চ) থেকে যথারীতি হিলি বন্দরের উভয় অংশে আমদানি-রফতানি শুরু হবে বলে বন্দর সূত্রে জানা গেছে। 

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানিয়েছেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউসে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। রোববার থেকে আবারও এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতান শুরু হবে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাতদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে পাসপার্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপার কোনো সম্পর্ক নেই।

জনপ্রিয়