
নরসিংদীতে নদীতে গোসলে নেমে ২ বন্ধুর সলিল সমাধি
নরসিংদীতে নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর সলিল সমাধি ঘটেছে। এরা হলেন- নিহাদ ইসলাম (১৭) ও আসাদুজ্জামান আসাদ (১৬)। এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা অন্য বন্ধুরা হলেন- রেজাউল তানভীর (১৮) ও সামির খান (১৭)।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহাদ ইসলাম ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার শাহজাহানের ছেলে ও আসাদুজ্জামান আসাদ সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি এলাকার কামরুল হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ও আসাদুজ্জামান পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করেন। সামির ও নিহাদ ঢাকা থেকে তাদের কাছে ঘুরতে এসেছিলেন। ছোটবেলায় তারা চারজন রাজধানীর পল্লবী এলাকায় একসঙ্গে চলাফেরা করেছেন। বেঁচে ফেরা ওই দুই বন্ধু জানান, শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চারজন শীতলক্ষ্যা নদীর পাড়ে ইফতার করতে যান। বিকলে ৪টার দিকে তারা নদীর পানিতে গোসল করতে নামেন। নদীতে তারা পরস্পরের দিকে পানি ছুড়ে মারছিলেন। একপর্যায়ে স্রোতের টানে একজন তলিয়ে যাচ্ছেন দেখে আরেক বন্ধু হাত বাড়িয়ে দেন। এ সময় দুজনই তলিয়ে যান।
পরে অন্য দুজন সাঁতার না জানায় দ্রুত তীরে উঠে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। পরে খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নদীতে নেমে তারা নিহাদের মরদেহ উদ্ধার করেন। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকাল ৮টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন। পরে সকাল ১১টার দিকে তারা আসাদুজ্জামানের মরদেহ উদ্ধারে সক্ষম হন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।