ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিশু ধ*র্ষণ চেষ্টা মামলার আসামি গণপি*টুনিতে নিহ*ত

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল 

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ২৩:৩৬, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ

শিশু ধ*র্ষণ চেষ্টা মামলার আসামি গণপি*টুনিতে নিহ*ত

বরিশালে ধর্ষণ চেষ্টার মামলার আসামি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার বিকেলে নগরীর ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। 
নিহত মো. সুজন (২৪) নগরীর ধান গবেষণা রোড জিয়ানগর এলাকার বাসিন্দা মো. মনিরের ছেলে। পেশায় সুজন একজন ব্যাটারিচালিত রিকশার চালক। 

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল শুক্রবার বিকেলে জিয়ানগর এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এতে শিশুটি অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুজনকে আসামি করে শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছে। বিকেলে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়া হয়েছে।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  সুজনের মা মঞ্জু বেগম অভিযোগ করেন, তার ছেলে নির্দোষ। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে ফাঁসানো হয়। পরে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংশা করার জন্য কয়েকজন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্থানীয় বাধন, বাচ্চু, স্বর্ণা ও সাদ্দামসহ ১০-১৫ জন গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মেরে ফেলছে। সন্তান হত্যার বিচার দাবি করেছেন মঞ্জু বেগম।

জনপ্রিয়