
ধূমকেতু-বাংলাবান্ধা এক্সপ্রেস সংঘর্ষ: তদন্তে কমিটি
রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিস কুমার এবং বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।
রাজশাহীতে ২ ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত, হতাহত নেই
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে একটি ট্রেন ওয়াশপিটে পরিষ্কারের জন্য যাচ্ছিল, আরেকটি ওয়াশপিট থেকে বের হওয়ার সময় দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইন থাকায় রেল চলাচল ব্যাহত হয়নি। যাত্রীবিহীন বগি থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ক্রেন ধূমকেতু এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়।