
রাজশাহীর নিউমার্কেটের কাঁচাবাজারে আগুন, ফায়ার ফাইটার আহত
রাজশাহীর নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে আগুন নেভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে কাঁচাবাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১১-১২টি সবজি ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী দেলোয়ার হোসেন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শনিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আহত ফায়ার ফাইটার দেলোয়ার হোসেনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিউ মার্কেটের মূল অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।