ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সং*ঘর্ষ, নি*হত ২

দেশবার্তা

আমাদের বার্তা, ফরিদপুর

প্রকাশিত: ১২:৩৮, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৩:০২, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সং*ঘর্ষ, নি*হত ২

ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও অটোরিকশার চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা মা মারাত্মক আহত হন। এছাড়া অটোরিকশার চালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

জনপ্রিয়