ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাঙ্গামাটিতে বন্দুকযু*দ্ধে ইউপিডিএফের পরিচালক নি*হত

দেশবার্তা

আমাদের বার্তা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৪:২৩, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৪:২৩, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

রাঙ্গামাটিতে বন্দুকযু*দ্ধে ইউপিডিএফের পরিচালক নি*হত

রাঙ্গামাটিতে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফের পরিচালক নির্মল চাকমা নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া তৈমিদুং এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে রাঙ্গামাটির শুভলংয়ের রূপবান এলাকায় জেএসএস ও ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। এতে জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা নিহত হন। এই হত্যার জের ধরেই জেএসএসের সন্ত্রাসীরা এই সশস্ত্র হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, দুটি আঞ্চলিক দলের সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। ফিরে আসলেই বিস্তারিত জানা যাবে। 

তবে বন্দুক যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কোন বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়