ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১৮:০০, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ১৮:০১, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

বেপরোয়া বাসের ধাক্কায় বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। ওই সেনাসদস্যের নাম মজিবর মোল্লা (৭০)। তিনি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।  এ ঘটনার পর বাসের চালক পলাতক।

রোববার (১৬ মার্চ) দুপুরে গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান। 

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান-যাত্রী মজিবরসহ আরো তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক বাস রেখে পালিয়ে গেছেন। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

জনপ্রিয়