ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাবুগঞ্জে দুই তরুণকে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১১:৩৪, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩৫, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

বাবুগঞ্জে দুই তরুণকে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

বাবুগঞ্জে দুই তরুণকে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

বরিশালের বাবুগঞ্জে চুরির অপবাদে দুই তরুণকে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। পেটানোর দৃশ্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। 

রোববার (১৬ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, পৃথকভাবে দুইজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এদের একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তাকে এক ব্যক্তি শক্ত ক্যাবল দিয়ে পেটাচ্ছেন। 

জানা যায়, রহমতপুর ব্রিজ এলাকায় রডের দোকান সেবা ইঞ্জিনিয়ারিং থেকে লোহার পাত চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করার অভিযোগে স্থানীয় চাঁন মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারীর ছেলে লিংকনকে (২৩) আটক করে মালিক। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে দোকান মালিক মো. হাসান পেটাতে থাকেন। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান। 

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার জানান, ঘটনাটি তিনিও সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেউ কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়