ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্ষেতলালে ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় শ্রমিক নি*হত

দেশবার্তা

আমাদের বার্তা, জয়পুরহাট

প্রকাশিত: ১১:৫৯, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১১:৫৯, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

ক্ষেতলালে ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় শ্রমিক নি*হত

ক্ষেতলালে ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় শ্রমিক নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভেকু মেশিনের হাইড্রোলিকের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম মোশাররফ হোসেন (২৪)। তিনি উপজেলা তুলশীগঙ্গা ইউনিয়নের দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

রোববার (১৬ মার্চ) বিকেলে ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউপির কামারপুকুরে এ দুর্ঘটনাটি ঘটে। মোশাররফ হোসেন সরকারি কামার পুকুর খনন করা মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের সরকারি কামারপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল, ফারুক ও নুরনবী। একপর্যায়ে ভেকু (এক্সেভেটর) মেশিনের হাইড্রোলিকের নিচে চাপা পড়ে শ্রমিক মোশাররফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়