ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টুঙ্গিপাড়ায় দুস্থদের ভিজিএফের চাল বিতরণ প্রশাসনের

দেশবার্তা

আমাদের বার্তা, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) 

প্রকাশিত: ১৩:৩৫, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

টুঙ্গিপাড়ায় দুস্থদের ভিজিএফের চাল বিতরণ প্রশাসনের

টুঙ্গিপাড়ায় দুস্থদের ভিজিএফের চাল বিতরণ প্রশাসনের

ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে। মোট চার হাজার ১২টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

সোমবার (১৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈনুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মো. মঈনুল হক বলেন, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ১০ হাজার ৬শ ২১টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

তিনি বলেন, এদিকে, টুঙ্গিপাড়া উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে পাঁচ হাজার ৩শ ৯১টি পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়