
আছিয়া হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মহিলা দলের মানববন্ধন
ধর্ষণের শিকার শিশুকন্যা আছিয়া হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল ও মহানগর মহিলা দল।
সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের আগেই আছিয়া হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। জড়িতদের ফাঁসির রায় ঘোষণা করতে হবে। আছিয়ার মতো আর কোনো শিশুর সঙ্গে যেন এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তারা।