
হরিপুরে সহযোগীসহ হিসাবরক্ষণ কর্মকর্তা আটক, ঘুষের টাকা জব্দ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘুষের টাকাসহ এক হিসাবরক্ষণ কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ মার্চ) দুপুরে হরিপুরে হিসাবরক্ষণ কর্মকর্তা শেরেকুজ্জামান ও তার এক সহকর্মী অডিটর মো. হান্নানকে ঘুষের অর্থসহ আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরেকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অনেক দর কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা আগেই পরিশোধ করা হয়। অবশিষ্ট পাঁচ হাজার টাকা পরিশোধের সময় আগে থেকেই ওৎ পেতে দুদকের দল তাদের হাতেনাতে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরেকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তারা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন। এছাড়া, যেকোনো হিসাব সংক্রান্ত কাজের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা ঘুষ দাবি করতেন। ফলে, চাকরিজীবনের শেষ প্রান্তে এসে ভুক্তভোগীরা চরম দুর্ভোগের শিকার হতেন। দুদকের জেলা কার্যালয়ের একটি দল অনেক দিন নজরদারির পর এই অভিযানে নামে।
এ বিষয়ে দুদকের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা দুদকের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।