ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএনপি নেতা নাসিরুলকে বহিষ্কারের দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন

দেশবার্তা

আমাদের বার্তা, ফরিদপুর 

প্রকাশিত: ২০:৩১, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ২০:৩৩, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

বিএনপি নেতা নাসিরুলকে বহিষ্কারের দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন

বিএনপি নেতা নাসিরুলকে বহিষ্কারের দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন

বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত নেতা এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বর্তমান সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে স্থায়ী বহিষ্কার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী সহস্রাইল বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেন। 

প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খন্দকার নাসিরুল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। 

সেইসঙ্গে তিনি যুবলীগ নেতাকে লঙ্কারচর বালু মহাল পাইয়ে দিতে সহযোগিতা করছেন এমন প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এ খবর জানার পর বোয়ালমারীর বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

বিক্ষোভের সময় বিএনপি নেতাকর্মীদের ‘খন্দকার নাসিরের দুই গালে, জুতা মারো তালে তালে’ এই স্লোগান দিতে দেখা যায়। এ সময় খন্দকার নাসিরুল ইসলামকে রূপাপাত ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আক্কাচ মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল ইসলাম সজিব, রুবেল মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও ফ্যাসিস্ট সরকারের কুখ্যাত পুলিশ অফিসার ডিবি হারুনের সহযোগী ও ক্যাশিয়ার রূপাপাত ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে সোনা মিয়ার যোগসাজোসে আওয়ামী লীগ নেতাদের দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করছেন।ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদান করিয়ে এবং তাদের দিয়ে অর্থের বিনিময়ে রূপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীদের ওপর নগ্ন হামলা করিয়েছেন। 

তারা বলেন, মিথ্যা মামলার দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছেন। 

বক্তারা বিএনপি নেতাদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে বলেন। অন্যথায় ফরিদপুর-১ আসনের কোথাও খন্দকার নাসিরুল ইসলামকে স্থান দেওয়া হবে না বলে ঘোষণা করেন। সেইসঙ্গে তাকে আটকের দাবি জানান তারা।

জনপ্রিয়