ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রায়পুরায় ৩ সন্তানের জননীকে গণধ*র্ষণের অভিযোগ

দেশবার্তা

আমাদের বার্তা, নরসিংদী

প্রকাশিত: ২১:১৭, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

রায়পুরায় ৩ সন্তানের জননীকে গণধ*র্ষণের অভিযোগ

নরসিংদীর রায়পুরায় ৩ সন্তানের হিন্দু জননীকে (৪০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রহিমাবাদ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ করেছেন।

সোমবার (রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে একই গ্রামের রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ও তার দুই সহযোগী এ গণধর্ষণ করেন। 
ভুক্তভোগী নারীর অভিযোগ থেকে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বৃষ্টিপাতের সময় বাড়ির দরজায় নক করে রাকিব মিয়া। এ সময় ভুক্তভোগী নারী ঘরে একাকী ছিলেন। শব্দ শুনে দরজা খুলে দিলে ধর্ষক রাকিব তার দুই সহযোগীসহ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এ সময় দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র ধারণও করেন। রাকিব ও তার সহযোগীরা ওই গৃহবধূর কানের দুল ও গলায় থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যান। যাওয়ার সময় তারা হুমকি দেন যে, এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে তার স্বামীসহ তাকে খুন করে ফেলা হবে।

এ ঘটনার পর করতে ভুক্তভোগী নিজেই সোমবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর সঙ্গে  দেখা করে ঘটনার বর্ণনা দেন।

ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। পরিদর্শককে (তদন্ত) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিদের আটকের অভিযান শুরু হয়েছে।
 

জনপ্রিয়