
বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো নাম থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি –এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন।
সোমবার (২৪ মার্চ) বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজলা শাখা আয়োজিত আবু সাঈদ লিয়নের গণসংবর্ধনা ও নাগরিক পার্টির ইফতার মাহফিলে তিনি এ এসব কথা বলেন।
আবু সাঈদ লিয়ন এ সময় তিনি প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা মুখ্য সংগঠন সাবাব তানজিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব সাব্বির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক নেওয়াজ আল তেমিয়াত নিশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রক্সিসহ জলঢাকা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা।