ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সন্ত্রাসী হামলায় রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ সভাপতির মৃত্যু

দেশবার্তা

আমাদের বার্তা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৫৬, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

সন্ত্রাসী হামলায় রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ সভাপতির মৃত্যু

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহতাবস্থায় আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদারের (৭০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় সন্তান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম তালুকদার সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিতে হামলা চালায়। এরপর তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে কুপিয়ে জখম করে চলে যায়। এমন কী তারা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও স্থানীয়রা নুরুল ইসলামের কাছে যাননি।

প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে শুনেছি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

জনপ্রিয়