
ব্যক্তিগত উদ্যোগে সবাইকে ইফতার করান কোম্পানীগঞ্জের মাহমুদুর রহমান রিপন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রথম রমজান থেকে পথচারী, শ্রমজীবী, ছিন্নমূল বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছেন উপজেলা বিএনপির এক নেতা। তার নাম মাহমুদুর রহমান রিপন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। নিজের একক প্রচেষ্টায় ও নিজ অর্থায়নে মানুষের মুখে ইফতার তুলে দিতে পেরে বেশ আনন্দিত বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, রোজ স্বেচ্ছাসেবীদের সাজানো ইফতারের প্রতিটি প্লেটের সামনে এসে বসতে শুরু করেন পথচারী, অটোরিকশচালক, রিকশা/ভ্যানচালক, হকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুন।
রোজাদারদের বেশির ভাগই রমজানের শুরু থেকে রোজ বিএনপি নেতা রিপনের আয়োজনে বসুরহাট জিরো পয়েন্টে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার করতে আসা লোকজন জানিয়েছেন, দেশের এমন পরিস্থিতিতে রিপনের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সারাদিন বিভিন্ন পেশার মানুষ কাজ শেষ করে মাগরিবের আগমুহূর্তে চলে আসেন বসুরহাট জিরো পয়েন্টে। এখানে বসে তারা সবাই একসঙ্গে ইফতার করেন।
রিকশাচালক ইয়াছিন রুবেল বলেন, সারাদিন যেখানেই থাকি না কেন, ইফতারের সময় বিনামূল্যে ইফতার নিতে চলে আসি। বিনামূল্যে ইফতারের কারণে অনেক অসহায় গরিব মানুষ এ বছর শান্তিতে ইফতার করতে পারছেন।
ব্যবসায়ী কামরুল হাসান বলেন, রোজার প্রথমদিন থেকেই দেখছি, বিএনপি নেতা রিপন বিনামূল্যে রোজাদারদের ইফতার করাচ্ছেন। নিঃসন্দেহে এটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগ আগে কাউকে নিতে দেখিনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুর রহমান রিপন জানান, অসহায় মানুষের কথা মাথায় রেখে নিজের ব্যক্তিগত খরচে আমি ইফতারের আয়োজন করেছি। আগামীতে আরো বড় পরিসরে ইফতারের আয়োজন করা হবে।