
ভোলায় ৫ ডাকাত আটক
ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র জব্দ করাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দ করার মধ্যে রয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার। আটক ডাকাতরা হলেন- চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও ফেরদৌস ওরফে হেজু (৪০)।
বুধবার (২৬ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র জব্দ ও পাঁচ ডাকাতকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রিফাত আহমেদ জানান, আটকরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা অনেকদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে। আটক ডাকাত ও জব্দ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমুদ্দিন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।