
বরিশালে সাংবাদিকদের পিটিয়ে আহত: মোটরসাইকেলে আগুন
খবর সংগ্রহ করতে গিয়ে বরিশালে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন সাংবাদিক দু’জন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে সাংবাদিকদের পিটিয়ে আহত ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পত্রিকার সাংবাদিক এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম।
সাংবাদিক এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে আদালতে তারা যান। একটি মামলার আসামিদের আটকে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে যান। খবর সংগ্রহ করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসার সময় অতর্কিতে তাদের ওপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল। এ সময় তারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের মারপিট করতে থাকেন। একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে তারা আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং আদালতের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ, সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে তারা সরে যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি।