
২৫০ পরিবারকে ’ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার
শেরপুরের ঝিনাইগাতীতে আড়াইশ পরিবারকে ঈদ উপহার দিয়েছে ‘ভয়েস অব ঝিনাইগাতী।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে ঝিনাইগাতীর উত্তরণ পাবলিক স্কুল মাঠে এ সব উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি ও ডাল দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ।
রাংটিয়া এলাকার উম্মে হাবিবা বিবি বলেন, ‘খুব কষ্ট করে রোজাগুলো পার করলাম। কখনো ভাবিনি এত গুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি, আল্লাহ আইন্নে গোর (আপনাদের) ভালা করুক’।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন সার্থক ও সুন্দর হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন, তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করবো, দেশের সরকার ও বিত্তবানদের আন্তরিকতায় প্রত্যেকটি উৎসব হবে সবার জন্য অন্যরকম। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সবাই যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার জন্যে আহ্বান জানাচ্ছি। আমাদের এ সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য নানারকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, কিছু কাজ আছে, যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়, সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়; তা আরো নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্র্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে উপজেলার আড়াইশ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে, এ স্বেচ্ছাসেবী সংগঠন।