ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঈদ-উল ফিতর ২০২৫

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্নে কোস্টগার্ডের টহল

দেশবার্তা

আমাদের বার্তা, মোংলা

প্রকাশিত: ২০:২৭, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ২০:২৯, ২৮ মার্চ ২০২৫

সর্বশেষ

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্নে কোস্টগার্ডের টহল

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে কোস্টগার্ডের টহল

উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলে নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড। ঈদ-উল ফিতর উপলক্ষে ২৪ মার্চ থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন নৌপথে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জোরদার করেছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম-উল-হক জানান, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন, খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাটগুলো জননিরাপত্তা বিধানে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনীটি।

তিনি আরো বলেন, দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে, তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য। এর মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ডের এ কার্যক্রম দিনরাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এ টহল চলমান থাকবে।

জনপ্রিয়