
লালপুরে সড়ক দুর্ঘনায় নিহত ১
নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাইদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সবুজ নামের আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইদুল ইসলাম উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মো. ইউনুস আলীর ছেলে ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আহত সবুজ একই গ্রামের মহসিন আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম বিকেলে ঈদের বাজার করে মোটরসাইকেলে করে আরামবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে, গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পৌঁছালে বিপরীত দিক থেকে কুষ্টিয়াগামী সাদা রঙের (ঢাকা মেট্রো-গ ৩৯-১৪৩৬) দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। আহত সবুজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মাইদুলের ভাই রুবেল জানান স্থানীয়দের মাধ্যমে খবর জানতে পারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী বর্ণালীর মোড়ে মারা যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।