
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া নেত্রকোনার কলমাকান্দায় উপজেলার চার সাহসী সন্তানের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব ঈদ উপহার প্রদান করা হয়। ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন কলমাকান্দার আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া ও মেহেদী হাসান। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (২৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) শহীদ চার পরিবারের মোট ২৩ জন সদস্যের হাতে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, প্যান্ট, শার্ট, থ্রি-পিসসহ ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সর কামাল বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়। সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবসময় শহীদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকবো। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের স্মৃতি চিরভাস্বর রাখতে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।