
রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাভেলসটির কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় এবং অন্য বাস কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল ও আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
আলপনা ইয়াসমিন জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের অধিকার সুরক্ষায় এই সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘সড়ক পরিবহন আইন ৩৪’ ধারা অনুযায়ী প্রতিটি বাসে নির্ধারিত ভাড়া প্রদর্শন করে চার্ট টানানোর বাধ্যবাধকতা রয়েছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি বলেন, অভিযানে অনলাইনে অতিরিক্ত ভাড়া প্রদর্শনের অভিযোগে রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, রাজশাহী থেকে রামগঞ্জগামী একটি বাসে গোলাম আজম নামে এক যাত্রীর কাছ থেকে এক হাজার ৩শ ৬১ টাকার পরিবর্তে এক হাজার ৫শ টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। এছাড়াও, আরপি এলিগ্যান্স পরিবহন, সাথী পরিবহনসহ অন্যান্য বাস কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া না-নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বিভিন্ন বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়া তালিকা চার্ট আকারে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে টানানো না-হলে মনিটরিং টিম ফের অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।