ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নাজিরপুরে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন 

দেশবার্তা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

নাজিরপুরে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন 

পিরোজপুরের নাজিরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজার সংলগ্ন অর্ধ শতাধিক পরিবারের সদস্যরা এতে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে রঘুনাথপুরের খেজুরতলা বাজার সংলগ্ন আল আমিন জামে মসজিদে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

১৭ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা মো. কামরুজ্জামান। মুসল্লিরা আগামীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সবাই একসঙ্গে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওই মসজিদের ইমাম মাওলানা মো. কামরুজ্জামান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম। সে কারণে তাদের সঙ্গে মিল রেখেই আমরাও ঈদ উদযাপন করছি। 

খেজুরতলা গ্রামের পল্লীচিকিৎসক হুমায়ুন কবির জানান, প্রায় অর্ধশত পরিবারের সদস্যরা আল-আমি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। ১৭ বছর সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন তারা।

জনপ্রিয়