ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালে নানা আয়োজনে ঈদ উদযাপন

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল 

প্রকাশিত: ১৩:৪৩, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

বরিশালে নানা আয়োজনে ঈদ উদযাপন

সারাদেশের মতো বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে, পবিত্র ঈদুল ফিতর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসুল্লিরা। 

এদিকে, প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন-শৃঙ্খলা বাহিনী। বরিশালের প্রায় সাড়ে ৪শ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা প্রধান জামাতে অংশগ্রহণ করেন। 

অনেক বছর পর বরিশাল ঈদগাহ ময়দানে এবার বিএনপি ও জামায়াতের নেতারা একসঙ্গে নামাজ আদায় করেন। এ সময় তারা আগামী বছরের ঈদ নির্দলীয় ও নির্বাচিত সরকারের অধীনে উদযাপনের আশা ব্যক্ত করেন। 

নামাজ শেষে দোয়া মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জনপ্রিয়