ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঈদের ময়দানে মধুর আপ্যায়ন: মধু, চকলেট বিতরণ 

দেশবার্তা

আমাদের বার্তা, বাউফল (পটুয়াখালী)

প্রকাশিত: ১৪:১১, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

ঈদের ময়দানে মধুর আপ্যায়ন: মধু, চকলেট বিতরণ 

ঈদের জামাতে ব্যতিক্রমী আপ্যায়ন

ঈদের খুশি মানে মধুর আলোকমালার আনন্দে ভরপুর। মধুর আপ্যায়নে এবার আনন্দ উচ্ছ্বাস আর খুশির বার্তায় এক ভিন্নতা এনেছে ঈদের মাঠে। 

ঈদের নামাজ আদায় করতে আসা শিশু ও বয়োবৃদ্ধদের মধুতে আপ্যায়নের এ ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী বোর্ড অফিস জামে মসজিদ ময়দানে। 

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবেশ প্রকৃতিবিষয়ক ‘সেভ দ্য বার্ড অ্যান্ড বি’ নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন এ আপ্যায়নের ব্যবস্থা করে।

‘সেভ দ্য বার্ড অ্যান্ড বি’র পরিচালকমণ্ডলীর এক সদস্য শামসুন নাহার বলেন, মহান সৃষ্টি কর্তার প্রদত্ত এক নিয়ামতের নাম মধু। ভেজাল খাদ্যে আমাদের হাট, বাজার, হোটেল, রেস্টুরেন্ট সয়লাব। 

সার-বিষে উৎপাদিত আর ইন্ডাস্ট্রিয়াল ফুডে সৃষ্ট অসুখ-বিসুখ আর রোগবালাই থেকে মুক্তির জন্য মানুষকে এখন রীতিমতো দিগবিদিক ছুটোছুটি করতে হয়। আগের মতো এখন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় ঈদের আনন্দ উৎসবের আমেজ আর সৃষ্টি করে না। ঘরে ঘরে মানুষের আসা-যাওয়ার ধুম পড়ে না। আপ্যায়নের ধরনও বদলে গেছে। শিশু-কিশোর, তরুণ আর বয়োবৃদ্ধদের সবাইকে আনন্দের অবগাহনে ভাসাতে মধুতে আপ্যায়নের মতো এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। 

ঈদের নামাজের ইমাম মু. মুজাহিদুল ইসলাম বলেন, ঈদের ময়দানের পাশেই মসজিদ কমিটর উদ্যোগে দুটি স্টল রাখা হয়। ওই দুটি স্টল থেকে সেভ দ্য বার্ড অ্যান্ড বি’র মধু বিতরণের পাশাপাশি শিশুদের চকলেট, রঙিন বেলুনসহ বয়স্কদের জন্য চা, কফি ও পানসুপারিতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, সময়ের ঘূর্ণিপাকে প্রকৃতি ও পৃথিবীর পরিস্থিতি পাল্টে গেছে। সবকিছুর মাঝে সবাইকে ঈদের আনন্দ, শান্তির বার্তা ও পরম তৃপ্তির ছোঁয়া লাগানোর উদ্দেশ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে সুখ ও মধুরতার আলো ছড়াক।

জনপ্রিয়