
গাজীপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফুফু ও ভাতিজি নিহত ও অটোরিকশাচলকসহ আরো দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- শিউলি বেগম (৫১) ও তাবাসসুম (৫)।এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকালে গাজীপুরের শিববাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে শিউলি বেগম ও তাবাসসুম আত্মীয়বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে, অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী শিউলি বেগম ও তার ভাতিজি তাবাসসুম নিহত হন।
এ ছাড়া অটোরিকশাচালকসহ আরো দুজন আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, নিহতরা নরসিংদীতে এক আত্মীয়ের মারা যাওয়ার খবরে শেষবারের মতো দেখার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসটিকে জব্দ করা হয়েছে।