
রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির জন্য দোয়া করা হয়েছে। এ ছাড়া, জাতিকে ঐক্যবদ্ধ রেখে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সকাল থেকেই ঈদগাহ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নামাজের প্রতিটি কাতার। প্রধান জামাতে ইমামতি করেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।
এছাড়া, সকাল সাড়ে ৭টায় রাজশাহীতে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহানগর (টিকাপাড়া) ঈদগাহ ময়দানে। এরপর সকাল সোয়া ৮টায় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন বড় রাস্তায় তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর বিভিন্ন ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরের প্রায় চার শতাধিক ঈদগাহে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন।