ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চাঁদার দাবিতে মান্দায় ২ জনকে পিটিয়ে আ*হত: টাকা লুট

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক, মান্দা (নওগাঁ)

প্রকাশিত: ১৭:৪২, ৩১ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৪৬, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

চাঁদার দাবিতে মান্দায় ২ জনকে পিটিয়ে আ*হত: টাকা লুট

নওগাঁর মান্দায় চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ীসহ দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।  সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, আমি প্রত্যেক মৌসুমে বিলকরিল্যা বাজারে তরমুজের আড়ত দিয়ে ব্যবসা করে থাকি। এবারে তরমুজ বেচাকেনা শুরু করলে কুসুম্বা গ্রামের শহিদুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না-দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিলেন তারা।

বিদ্যুৎ হোসেন বলেন, সোমবার ঈদের নামাজের পর দোকান খুলে বেচাকেনা শুরু করলে শহিদুল ইসলাম দুই হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে শহিদুলের হুকুমে অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে মারধর করেন। 

আমার চিৎকারে বোন নাসরিন আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। এ সময় অভিযুক্তরা আমার ব্যাগে থাকা এক লাখ ৪৫ হাজার ৩শ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বিদ্যুৎ হোসেনের বাবা লোকমান আলী বাদী হয়ে শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, অহিদুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়