
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী এক অভিযান চালানোর সময় অস্ত্র জব্দ ও পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদরপুর ইউনিয়নের চক গ্রামে গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ির পেছনে পাকা রাস্তার ওপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ অভিযানা চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজসহ তাদেরকে আটক করে।
আটকরা হলেন, চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীম উদ্দীন (৩৮), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।
এ সময় আটকদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া না গেলেও একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজসহ ২টি মোটরসাইকেল জব্দ করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্কমর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।