
চোর মালিককে ফোন করে বললেন, ক্যাশে এত কম টাকা রাখছেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না! ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মল্লিক ফার্মেসিতে।
রোববার (৩০ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে চোর এ কাণ্ড ঘটান।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, সোমবার ভোরে চোর চক্রের এক সদস্য আমার মোবাইলে কল করে বলেন, দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো ভালোই বিক্রি করেছেন, তাহলে ক্যাশে এত কম টাকা রাখছেন কেন, একটু বেশি করে রাখতে পারেন না!
তিনি বলেন, প্রথমে তার কথা বিশ্বাস হচ্ছিল না। পরে দোকানে এসে দেখি, ওষুধসহ বেশকিছু জিনিস নিয়ে গেছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের ফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।