
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা'র দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব মুহাম্মদ মুছা'কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও সামরিক গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এতে অংশ নেন- রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম সিফাতুল মাজদার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট এম সোহানুর রহমান সামি'র নেতৃত্বে ১৭ জন সেনা সদস্য।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টায় শিলক ৪ নম্বর ওয়ার্ড রাস্তার মাথা নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মুছা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মুছা রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি’র উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে যান।
বিকেল ৫ টায় শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী ও রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি'র সভাপতি সার্জেন্ট (অবঃ) এম আবুল কালাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট অফ ইমাম হোসেন শোক প্রকাশ করেন।