
রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক বিরোধের জেরে চাচার হামলায় ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন তিনি।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে কাওসারের সঙ্গে তার চাচা রবিউল ইসলামের (৩০) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসারকে কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা দ্রুত কাওসারকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পথিমধ্যে কাওসারের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত চাচা রবিউল ইসলাম ঘটনার পরপরই পালিয়ে যান। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।