ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক, গোপালগঞ্জ 

প্রকাশিত: ২১:১০, ১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জে মধুমতী নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর আব্দুল করিম মুন্সী (২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আব্দুল করিম মুন্সি সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

মৃতের বাবা হাফিজুর মুন্সী বলেন, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে আব্দুল করিম মুন্সি। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় নৌকায় করে মধুমতী নদীতে ৪ বন্ধু জাল দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে জালে জড়িয়ে গিয়ে করিম মুন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়।  খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মধুমতী নদীতে খোঁজ করেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে মধুমতী নদী থেকে মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বলেন, মধুমতী নদীতে কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং আমাদের ডুবুরী দল উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ কলেজ ছাত্র আব্দুল করিম মুন্সীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

জনপ্রিয়