
রাজশাহীর বাগমারা উপজেলার রানশিবাজার এলাকায় মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক (৩১)। তিনি নওগাঁর আত্রাই উপজেলার গোলাবাড়ি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবক আমিনুল ইসলাম (৩৩) একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রানশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর পরই উত্তেজিত বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়ন। আমিনুলকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন ফলে তিনিও মারা যান।
ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি তৌহিদুল ইসলাম। তিনি আরো জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।