ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী আবিদার অবস্থার উন্নতি

দেশবার্তা

আমাদের বার্তা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১০:৪২, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৪৩, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী আবিদার অবস্থার উন্নতি

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী আবিদা সুলতানা (৬) ৭২ ঘণ্টা পর চোখ খুলেছে। তবে সে কথা বলছে না বলে জানিয়েছেন তার মা আমেনা বেগম।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

চিকিৎসকের বরাতে আমেনা জানিয়েছেন, আবিদার অস্ত্রোপচার হয়েছে। তার ফুসফুস, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে।

এদিকে, আবিদাকে গুলি করে ‘হত্যা চেষ্টার’ অভিযোগে অহিদসহ তিনজনের নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন তার বাবা ইব্রাহিম খলিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার করার পর ফাতেমা বেগম আঙ্কুরী নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আঙ্কুরী মামলার প্রধান আসামি অহিদের স্ত্রী। অপর আসামি অহিদের ছেলে মো. ফাহিম। ঘটনার পর থেকে অহিদ ও ফাহিম পলাতক রয়েছেন। সোমবার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কাচারি বাড়ি এলাকায় বাড়িতে শিশু আবিদা গুলিবিদ্ধ হয়। ঘটনার সময় আবিদা প্রধান অভিযুক্ত অহিদের মেয়ে জেরিনের সঙ্গে খেলছিল।

মামলায় অভিযোগ করা হয়েছে, আবিদাকে তার মা ঘরে চলে আসার জন্য ডাকছিলেন। তখন অভিযুক্ত ফাতেমা ও ফাহিমের প্ররোচনায় আবিদাকে হত্যার উদ্দেশে পিস্তল নিয়ে অহিদ গুলি করে। গুলিটি আবিদার পিঠের ডান পাশে বিদ্ধ হয়ে পেটের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক আবিদা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আবিদাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, অহিদ একজন ‘অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’। মামলার বাদী ইব্রাহিম প্রবাসে থাকাকালীন অহিদ বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নিতেন। একবছর আগে ইব্রাহিম প্রবাস থেকে চলে আসেন। এর পর থেকে অহিদকে আর টাকা-পয়সা দিচ্ছেন না। এজন্য তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়।
ঘটনার পর হাসপাতালে আনার পথে ধারণকৃত একটি ভিডিওতে শিশু আবিদাকে বলতে শোনা যায়, অহিদ তাকে গুলি করেছে। তবে কী কারণে, কীভাবে গুলি করছে সে কথা বলতে পারেনি। তার দুই চোখের পাতা বন্ধ হয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, গ্রেফতার করা আসামিকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়