ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাঙ্গুনিয়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

দেশবার্তা

আমাদের বার্তা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) 

প্রকাশিত: ১১:৩২, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।  নিহত ব্যক্তির নাম- দিলীপ বড়ুয়া (৫৫)। আহতরা হলেন নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০)। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেলচালক ও অটোরিকশার দুইজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।

জনপ্রিয়