ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নওগাঁর মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

দেশবার্তা

আমাদের বার্তা, নওগাঁ 

প্রকাশিত: ১১:৪১, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নওগাঁর মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

নওগাঁর সদর উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পাকুড়িয়া গ্রামের শাহীন আলমের ছেলে ও স্থানীয় পশ্চিম মাখনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। 

নওগাঁ সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী তার বাড়ির থেকে সাইকেল নিয়ে রাস্তায় চালাচ্ছিলেন। পথিমধ্যে, মাখনা গ্রামে এলে পাকুড়িয়া গ্রামের একটি মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ মল্লিকের জমিতে পুকুর খনন করা মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যায়।

ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

জনপ্রিয়